কোন পেশায় নিযুক্ত করব নিজেকে? কোনটা আমার জন্য ভাল হবে? আমি যে পেশায় নিজেকে নিযুক্ত করতে চাইছি সেটা কি ভাল হবে?
আমার তো একটা ডেক্স জব চাই, না হলে জব করব না।
না! জব করব না । ভাবছি ব্যাবসা করব। কিন্তু কি দিয়ে শুরু করব? হকারি! না ও আমার দারা হবে না।
না! তাইলে আপাতত ১৫ হাজার টাকা মাইনের একটা জবে বসে পড়ি। না! তাও পাচ্ছি কই, চাকরির বাজার যা অবস্থা।
তাইলে কি করা যায়? যাই বিডিজবসে একটা একাউন্ট করি। শুনেছি ফেছবুকে চাকরির খবর পাওয়া যায়? না! কিছুই হল না দিনটাই মাটি সারাদিন ভিডিও দেখতে দেখতে দুপুর হল বিকাল ৫ টায়।
যাই একটু চা চু খেয়ে আড্ডা মেরে আসি গে। কোথাকার চাকরি, বন্ধু ফন্টে কে আসতে বল্লাম যেতে হবে পূর্বাচল সেখানে থাকবে আরও চন্টে রা। যাইহোক পনে ১১ টায় বাসায় আসব ওদিকে কেউ একজন ডেকেছে, যাবো বইকি চলেই এলাম। সেদিন আর বাসায় ফেরা হল না।
কোন পেশায় নিযুক্ত করব নিজেকে?
এদিকে ঝন্টে কি করছে দেখুন, না পড়ুন।
আমাকে ভালো কিছু করতে হবে। চাকরির বাজার যাই হউক আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে হবে। তার জন্য আমাকে কি কি করা লাগবে?
১। নেটওয়ার্কিং
২। মানুষের সাথে চলতে গেলে কমিনিউকেশন দক্ষতা অর্জন করতে হবে।
৩। ওপেন টু লার্নিং আচরণ গড়ে তুলতে হবে ।
৪। খুব ভাল শুনতে পারার দক্ষতা।
৫। চারিত্রিক বৈশিষ্ট্যের গুনাগুন থাকতে হবে।
৬। কম্পক্ষে যেকোনো ৩ টা ভাষা জানতে হবে।
৭। অনেক ধরনের সফ্ট স্কিলের উপর দক্ষতা অর্জনের কাজ করতে হবে।
৮। কম্পিউটারে কেউ কোন কাজ বলা মাত্র সমাধান, তেমন দক্ষতা অর্জন করতে হবে।
৯। সমস্যা দেখে ভয় না পাওয়া, আশানুরূপ সমাধান করা।
১০। মানসিকতা সবথেকে গুরুত্বপূর্ণ।
Hi, i read your blog occasionally and i own a similar one and i was just wondering if you get a lot of
spam feedback? If so how do you protect against it, any plugin or anything
you can suggest? I get so much lately it’s driving me insane so any help is very much appreciated.
My blog post:
It’s an remarkable paragraph in favor of all the web people; they will take advantage from it I am sure.
my web blog …
Hi colleagues, fastidious piece of writing and
fastidious urging commented here, I am actually enjoying by these.
Here is my web site …