2021 সালের সেপ্টেম্বর , অক্টোবর ও নভেম্বর মাসে যারা আমার থেকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সার্ভিস নিতে এসেছিলেন, তাদের থেকে কিছু মানুষের এমন কিছু কাহিনি হয়েছে যা আমি নিজেও অবাক হচ্ছি।
কি হয়েছে?
১। কারও কারও নতুন চাকরি হয়েছে।
২। কারও কারও প্রোমোশন হয়েছে।
৩। কেউ কেউ আবার অনেক বড় কিছু অর্জন করেছেন।
এর আগেও এমন হয়েছে তবে তা লেখার মত নয়। সেই সুবাদে একটা গল্প মনে পড়ে গেল। তখন সময়টা ছিল ২০০৪-৫ সাল তখন আমি একটি ইলেকট্রনিক সার্ভিস প্রতিষ্ঠানে কাজ করছিলাম। কাজের সময় একদিন আমার বস বললেন খোকন তুমি যেখানেই হাত দিবা সেখানেই দারুন কিছু দেখতে পারবা৷ আমি হাসছিলাম, বস বললেন তুমি হাসছো! দেখো একদিন তুমি অনেক বড়হবে। গুরুর আশিরবাদ পড়লে অনেক অসম্ভব কাজ সম্ভব হয় সেটা অনুধাবন করতে পারলাম।
যে সকল প্রফেশনাল উপকৃত হবেন আমাদের থেকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেবা গ্রহণ করলে।
– আপনার অনেক ব্যস্ততার কারণে আপনার সিভি টি গোছানোর সময় পাচ্ছেন না, আমি তেমন প্রফেশনালদের সহায়তা করি।
– চাকরি করেছেন কিন্তু প্রতিটি কোম্পানিতে ১ বছর বা একটু বেশি সময় ধরে কাজ করে কোম্পানি পরিবর্তন করেছেন এবং এটা তিন থেকে বেশি বার। এটা একটা সমস্যা, সমাধান পেতে আমাদের সহায়তা নিতে পারেন।
– আপনার অভিজ্ঞতা ০৪ থেকে ২৮ বছর, এখন সিভি ৫ পেজ বা এর বেশি পেজ করেছেন। সেটা ২ থেকে ৩ পেজে আনতে চাইলে আমি আপনাকে সহায়তা করি।
– সিভি করা আছে কিন্তু সেখানে কোন অ্যাচিভমেন্ট লেখা নাই, রেস্পন্সিবিলিটি লেখা নাই, স্কিল লেখা নাই, একটি ক্যারিয়ার সামারি লেখা নাই, কত বছর কাজ করেছেন সেটাও লেখা নাই। আমি আপনাকে সহায়তা করি।
– আপনার একটি বিডিজবসের সিভি করা আছে, সেটা দিয়েই চালিয়ে নিচ্ছেন।তাহলে, আমি আপনাকে সহায়তা করি।
– অনেক সময় দেখা যায় কাজ করেছেন কিন্তু তার স্কিল, অ্যাচিভমেন্ট, গ্রোথ সম্পর্কে জানা নেই, তবে আমার সহায়তা নিতে পারেন।
– খুব কষ্ট করে একটা ইনফোগ্রাফিক সিভি করেছেন কালার টালার দিয়ে, তাহলে এটাকে বাদ দিতে পারেন এবং মাইক্রোসফট ওয়ার্ড থেকে একটি সিভি করতে আমি আপনাকে সহায়তা করি।
– এক পেজের একটি সিভি করেছেন, অথচ আপনার অভিজ্ঞতা ১০ বছরের উপরে, তাহলে আমি আপনাকে সহায়তা করি।
– চাকরি করছেন, সিভি আছে ইন্টারভিউ কলও পান কিন্তু ক্যারিয়ারে সামনের দিকে এগোতেই পারছেন না তাহলে, আমি আপনাকে সহায়তা করি।
– আপনার সিভি টি কি আপডেট করিয়ে একটি প্রফেশনাল সিভি বানিয়ে নিতে চাইছেন? তাহলে আমি আপনাকে সহায়তা করি।
– যদি ০৭ টি আবেদন করেও একটিও ইন্টার্ভিউ কল না আসে, তবে বুঝবেন আপনার কোথাও সমস্যা হচ্ছে। এই কারণে আমি আপনাকে সহায়তা করি।
– যদি ০৫ টি ইন্টার্ভিউ দিয়ে একটি চাকরিতে জয়েন করতে না পারেন, তবে আমি আপনাকে সহায়তা করি।
সেবা গ্রহণ করতে আমাদের হোয়াটঅ্যাপে মেছেজ করুন +8801943-757-165 (10 AM-10 PM)
You have mentioned very interesting details ! ps decent internet site.