আপনার চাকরি পরিবর্তনের প্ল্যান কি?

আপনার হয়তো চাকরির অভিজ্ঞতা ১০ থেকে ২৫ বছর। এখন আপনি চাকরি পরিবর্তন করবেন বা করতে চাইছেন। কিন্তু হচ্ছে না, আবেদন করছেন বা যাকে আপনার সিভি পাঠাচ্ছেন তিনি হয়তো বুঝতে পারছেন না আপনি কোন ফিল্ডে কাজ করছেন, আপনার স্কিল কি, কত বছর কাজ করেছেন। আর তেমন নেটওয়ার্ক ও নাই, যে তাদেরকে ধরে একটা চাকরি নিবেন। তাই একটি ইন্টারভিউ কল পাচ্ছেন না।

এখানে ঘটনাটা একটু খেয়াল করে দেখুন আপনি এমন জবে আবেদন করছেন যেটা আপনার জন্য নয় বা আপনি অভার কলিফাইড। আপনি কি কাজ করেন নি? আপনারও তো অভিজ্ঞতা আছে ১৫ বছর। তাহলে তারা কেমন ক্যান্ডিডেড চইছেন?
❇সেক্ষেত্রে, নিয়োগ পত্র টি পড়ুন কম করে হলেও ৫ বার। দেখবেন সেখানে এমন কিছু তথ্য দেওয়া আছে যেটা ওনারা প্রাধান্য দেবেন বেশি বেশি।

যেমন:
Candidate must be Fluent in English.
Candidate must have PMP certificate.
Candidate must have experience in power sector.

দেখুন এমন যদি কোথাও থাকে সেখানে তাদের নিজস্ব সুবিধা নিবেন এমন করে।

তিন ধরনের সমস্যা এখানে হচ্ছে।
১। আপনি হয়তো English এ ফ্লুয়েন্ট এবং PMP ও আছে, কিন্তু আপনি সেটা সিভিতে লিখে রাখেননি সঠিক উপায়ে বা ৪ থেকে ১২ পেজ করে রেখেছেন সিভি। সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না এই সকল তথ্য।
২। সবকিছু লিখেছেন ঠিকই কিন্তু PMP করা নাই। তাহলে শুধু শুধু সময় নষ্ট করে আবেদন করার দরকার নাই।

৩। আপনি হয়ত অন্য কোন সেক্টরে অভিজ্ঞ।

শুধু এমন নয়। এমন একটি পজিশনে আবেদন করেছেন যেখানে ইন্টারভিউ তে নিজের কাজের সম্পর্কে ২ ঘন্টা কথা বলার মত ক্ষমতা না থাকলে নিয়োগ কর্তা আপনাকে পছন্দ করবেন না।

অনেকে বলেন ভাই একটা চাকরি দিবেন? আপনার এখানে কোন কাজের সুযোগ আছে? একটা চাকরি খুব দরকার। যেকোন কাজ করতে পারব।

আচ্ছা, যে কেউ কি চাকরি দিতে পারে?

কই আজ পর্যন্ত তো এমন শুনলাম না ভাই আমাকে চাকরি পাবার কৌশল শিখিয়ে দিবেন? হাতে গোনা কয়েকজন ছাড়া।

আসলে আমরা ভুলেই যাই, যেটা পেতে নিজেকে পরিশ্রম করেতে হয় তা চাইলেই কেউ দিবে না। বরংচ সাহায্য করতে পারেন।

সরাসরি চকরি না চেয়েঃ-

-ভাই/স্যার, আমাকে চাকরি পাবার কৌশল শিখিয়ে দিন৷
– আমাকে চাকরি পরিবর্তনের কৌশল শিখিয়ে দিন।
– আমাকে ইন্টারভিউ কৌশল শিখিয়ে দিন।
– আমার ক্যারিয়ার সফল করতে কি কি করতে হবে বলে দিন।
– কিভাবে ক্যারিয়ারে প্লান করতে হয় তা শিখিয়ে দিন।
– কিভাবে গোল সেট করতে হয় আমাকে শিখিয়ে দিন।
– কিভাবে কিছু কোম্পানি সিলেক্ট করতে হয়।
– কিভাবে একটি ড্রিম জব অর্জন করতে হয়।
– আবেদন করার কিছু নিয়ম শিখিয়ে দিন।
-রিজুমি কিভাবে লিখতে হয় তা শিখিয়ে দিন।
-শুনেছি লিংকডিনে কিছু হয় না, কিন্তু আমার মনে হয় এখানে অনেক কিছু করা সম্ভব। সেই বিষয়গুলো কি?
– বিডিজবসকে কত বার গালি দিয়েছি তার ঠিক নাই। কিন্তু আমরা সঠিকভাবে বিডিজবস আপডেট করতে না পারলে তাদের কিছু করার নাই। সেটা কি জানতে চাই।