Fresh Graduate Job Preparation

নিজেকে জানা

Job Preparation: অনেক সময় আমরা ভূল করে একটি ক্যারিয়ার পাথ পছন্দ করে ফেলি। মনকে কখনও প্রশ্ন করি না কিসে আমাদের ভালো লাগা? সারাদিন কি করতে ইচ্ছা করে? এই সব দেখার সময় থাকে না একটা সময় পর।

বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার হতে না হতেই চলে আসে আমাদের ক্যারিয়ার নির্বাচন করার সময়। তাড়াহুড়ো করে বসে পড়ি একটি পেশায়। সেই থেকে চলতে থাকা। কিছু বছর কাজ করার পর মনে হয়, না মার্কেটিং এ ক্যারিয়ার গড়াটা আমার জন্য ভালো ছিল। সকাল পেরোতেই মনে হয় ইঞ্জিনিয়ারিং কেন পড়লাম? আমার তাে লেখালেখি, ট্রেনিং, মানুষের সাথে কথা বলতে ভালো লাগে। বাড়িতে এসে বাবা বলেন সেই আমলে বলেছিলাম একটা সরকারি চাকরির জন্য আবেদন করতে। এমনই চলতে থাকে ১০-১৫ বছর। ইচ্ছা না থাকার সত্ত্বেও সেই যান্ত্রিক শহরে ছুটে চলা কিছু জীবিকা নির্বাহ করার তাগিদে। আস্তে আস্তে মনের উপর বোঝা চাপিয়ে কাজ করতে হয় সারাটি জীবন।

অনেক সময় প্যাশনকে আমল দেই না আমরা। ধরুন একজন খেলোয়ার হতে চায়। তাকে যদি বলা হয় তুমি সরকারি চাকরি করবা। তাহলে তার ভেতরের মানুষটাকে বাদ্ধ করা হলো সরকারি চাকরি করতে। খেলাধুলা তার ভালো লাগা, তার প্যাশন, তার বিশ্বাস সে একদিন অনেক বড়ো খেলোয়ার হবে। কিন্তু তার পরিবার, সমাজ তাকে যুক্তি দিয়ে বুঝায়। খেলা করে তুমি মেরাডোনা হতে পারবা না, সাকিব হতে পারবা না। তার থেকে তোমার আঙ্কেলকে বলে দিচ্ছি একটা সরকারি চাকরি করো। কিছুই করার নাই, পরিবারের কথা শুনতে হয় গুরুজনের আদেশ মানতে হয়। তাই তার মাথায় এখন আর বল ঘোরে না, রাত জেগে কবি হবার স্বপ্নের জাল বোনে না।

যদি কেউ কোথাও মনে প্রানে সময় দেয় তবে একটা বিশাল কারিশমা হতে পারে। আমার লিঙ্কডইন প্রোফাইলটা দেখে আসতে পারেন এবং ফলো করে রাখতে পারেন।

-সে যদি বলে রকেট ওড়ানো এমন কোন রকেট সাইন্স নয়, যে বাংলার বুকে উড়তে পারবে না তবে সেদিকে নজর দিন। দেখবেন আপনার সন্তান একদিন রকেট সাইন্টিস্ট হবে।

-কোন বাবার সন্তান যদি বলে বাবা আমি তোমার থেকে বেশি ফসল ফলাতে পারবো। বুঝে নিতে হবে ছেলের দম অনেক এবং ছেলে কৃষিতে বিপ্লব আনবে।

-ক্লাস সেভেনে পড়া অবস্থায় যদি দেখেন একটি ছেলে প্রোগ্রামিং করে বাতাসকে দাসত্ব করতে শিখেছে।তাকে সহায়তা করুন দেখবেন এই বাতাস বাইরের দেশে অনেক দরে বিক্রি করা যাবে। এমনো হতে পারে সেটা অত্যাধুনিক প্রতিরক্ষামূলক মিছাইল হবে। যা দেখে অনেক বড় শক্তিশালী দেশ মাথা নুয়িয়ে বলবে, তোমার দেশ থেকে আমার দেশে ১০ জনকে পাঠাও যারা আমাদেরকে ট্রেনিং করাবে।

-যে ছেলে বা মেয়ে নিজে কিছু করার মাধ্যমে অপরকে আনন্দ দিয়ে নিজে অনেক আনন্দ পায়, তাকে সহায়তা করুন।

টাকার দুইটা অর্থ আমার কাছে
টা=টাইম, কা=কারিশমা

নতুন যারা চাকরিতে জয়েন করেছেন তাদের সিভি লিখতে হয় না

ইদানিং দেখছি নতুন যারা চাকরিতে জয়েন করেছেন তারা সিভি লেখানোর জন্য ইচ্ছা পোষন করছেন। তাদের জন্য আমার এ সামান্য মিনতি।

এই মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ক্যারিয়ারের জন্য। সবে একটা চাকরি নিয়েছেন সেটা পরিবর্তন করার চেষ্টা করছেন তাই ভাবছেন সিভি আপডেট করলে নতুন চাকরি পাবেন। না, তা কিন্তু হবে না। এখন সিভি নিয়ে না দৌড়ে কাজ করুন মন খুলে। মাইনে না দিলেও কাজ করুন, একবেলা না খেয়েও কাজ করুন। রোদ, বৃষ্টি ঝড় খেয়ে যদি নিজেকে তৈরি করতে পারেন তখন সিভি গুছিয়ে নিয়েন। আপনার জন্য একটি ভালো সিভি একটি জব দিবে না।

Job Preparation Story:

একবার একজন স্টুডেন্ট তার job preparation নিতে গেল। ছয় মাস পরিশ্রম করে প্রস্তুতি নেওয়ার পর তার কোথাও চাকরি হল না। এর পর বাড়ি ফিরে আসল। বাবা তার গতিবিধি দেখে বুঝতে পারেন ডিপ্রেশন, স্টেস তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তিনি বুঝতে পারেন কেন এমন হয়েছে তাই তখন তার বাবা তার সন্তানকে ডেকে কিচেনে নিয়ে যায় এবং তিনটা পাত্রে আলু, ডিম ও চা গরম করার জন্য দিলেন। কিছুখন পর তিনটা পাত্রে আলু, ডিম ও চা উঠিয়ে রাখা হল এবং বাবা বলেন কি দেখতে পাও তুমি? তার সন্তানেকে হাত দিয়ে পরিক্ষা করতে বলেন বাবা। সন্তান এই সময় আরও বিচলিত হতে দেখা যায় এবং কিছুটা রাগও হতে থাকে তার। তার বাবা একটি ডিম খোলোস ছাড়িয়ে দেখেন আগের মত নাই। এর পর বাবা তার সন্তানকে বলেন আলু টিপে দেখতে সেটারও আকার পরিবর্তন হয়েছে এবং কাপে থাকা চা খেয়ে দেখতে বলেন। চা খেয়ে তার মনে একটু আনন্দ ফিরে আসল।

বাবা বললেন তুমি কি খেয়াল করেছ প্রথম অবস্থায় আলু, ডিম ও চা কেমন একই অবস্থায় ছিল, এর পর পানিতে তাপ দেওয়াতে সেগুলো কোনটা নরম, কোনটা আবার বাইরে শক্ত কিন্তু ভেতরে নরম, কোনটা তরল, কেন এমন হলো?

যখন আলু গরম পানিতে দেওয়া হলো তখন আলু নরম আকার ধারন করল।

যখন ডিমকে গরম পানিতে দেওয়া হলো তখন তার অবস্থান পরিবর্তন হল।

চা গরম পানিতে দেওয়ার পর শুধু নিজেকে নয় সেই পানিকেও বদলে দিল।

শিক্ষাঃ Job Preparation

১। যখন তুমি নিজেকে তৈরি করেছিলে তখন তুমি এই আলুর মত করেছিলে, যখন কিছু হল না নিজেকে গুটিয়ে নিয়েছিলে।
২। যখন তুমি হারতে বসেছিলে তখন ডিমের মত বাইরের আবরনকে আরও শক্ত করতে পারতে যেন সল্প আঘাতে ভেঙে না যায়।
৩। যখন একটা সমস্যায় তুমি পড়েছিলে তখন শুধু মাত্র সেই বিষয় গুলো নয় বরং নিজেকেও পরিবর্তন করতে পারতে।

প্রিয় নবীন,

আপনাদের জন্য আমার একটা খোলা চিঠি। আপনাদের সিভি সানদার হতে হবে, তাইলে চাকরি পাবেন তেমন নয়। তার কারন, আপনার তেমন কিছু নাই যে সেটা ভালোভাবে উপস্থাপন করতে হবে।

এর থেকে: Job Preparation

১। তিন মাস সকাল ৯ টা থেকে বিকাল ৬টা পর্যন্ত চাকরি খুঁজে চলুন বিভিন্ন মাধ্যমে। তাহলে একটা নয় পর পর ১০ টি জবের অফার চলে আসবে। না হলে নিজেই একটি কাজের সমাধান করে দিতে পারবেন। যেখানে যত বেশি সমস্যা সেখানে তেমনি কাজের সুযোগ তৈরি হয়

২। নিজের কথা বলার জড়োতা কাটিয়ে ফেলুন। ভিডিও দেখে নিজে নিজে অভ্যাস করুন। ২০০৪ সালে আমিও কিন্তু হাবাগোবা ছিলাম। আমাকে দিয়ে হবে না। এটা কি সম্ভব! না না তুমি পারবে না। কেমন করে বুঝলেন আপনাকে দিয়ে হবে না? করে দেখেছেন কখনো? ৭০,০০০ বার করে যদি দেখেন কিছুই হলো না, তাকে আপনি অসফল মনে করলেও এটাই তার অভিজ্ঞতা। তারই আলোকে কিছু করলে আপনিই পারবেন এক বিষাদ সাধনাকে বাস্তবে রুপ দিতে।

৩। নেটওয়ার্কিং: ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের সাথে পরিচিত হোন। কোন কিছুর আশা করে নয়, বারং সময়ের অপেক্ষা করুন।

৪। নিজের কি কি কমতি তা খুঁজে বের করুন এবং তার জন্য কাজ করুন কিভাবে ইমপ্রুভ করা যায় তা ঠিক করুন। লাইফে কয়েকজন মেন্টর নির্বাচন করুন এবং তাদেরকে শুনুন।

৫। মস্তিষ্ক কিছুটা ফাকা রাখুন যেন কিছু ইনফরমেশন নিতে পারে। নেগেটিভ মানসিকতা পরিহার করুন।

৬। ওপেন টু লার্নিং:কেউ একজন একা একা কিছু একটা বলছেন সেটা কিনা ক্যারিয়ার, নিজের ডেভেলপমেন্ট বা লাইফ স্কিল সম্পর্কে, তা মন দিয়ে শুনুন এবং সেটি ব্যবহার করুন।

৭। সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক হোন। এটি আপনি ব্যবহার করুন, আপনাকে যেন ব্যবহার না করে।

৮। আচ্ছা, আপনি কেন চাকরির পেছনে দৌড়ে চলেন? চাকরি কেন আপনার পেছনে দৌড়ে আসে না? তার কারন আপনি অলস, কিছুই করেন নি এই শিক্ষা জীবনে।

৯। এখনি যদি ইয়ো ব্রো, ইয়া করে বেড়ান তবে ভবিষ্যত পরিবর্তন করতে সময় লাগবে তাই এগুলো পরিহার করুন।

১০। আমি মনে করি আমি সারাজীবন নবীন থাকতে চাই কারন সেখানে অনেক সুযোগ আছে, আছে অনেক কিছু সেখার সুযোগ।

ক্যারিয়ার কাউন্সিলিং পেতে কল করুন 01943757165 (হোয়াটসঅ্যাপ)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *