-আমি কতটা বিনয়ী হচ্ছি দিনে দিনে।
-মানুষের সেবা করছি কতটা।
-মা চলে গেছে এক বছর হলো তার জন্য দিনে তিনবার প্রার্থনা করছি কিনা। বাবা-ভাইকে কতটুকু সহয়তা করছি।
-ছোট বেলা থেকে হালকা জর, কাঁশি ছাড়া কিছুই হয় নি এই পর্যন্ত।
-বাতরুমে গেলে কোন ঝামেলা ছাড়া কাজ হয়ে যায়; ৪৬% মানুষ এটাতে দারুণ ঝামেলায় আছেন।
-জীবনে যা হারিয়েছি তার থেকে অনেক পেয়েছি।
-একটা সময় এমন ছিলো নিরক্ষরতা আমাকে পিছু টানছিল, সময় মত সেটাও অভারকাম করেছি।
-খুব সামান্য চাওয়া-পাওয়া তাই কলম তুলে নিয়েছি হাতে।
-সারা দিন একা একা কাজ করি কোন স্ট্রেস ফিল নাই।
-১১০% স্প্রিচুয়ালিটি। নিজেকে এগিয়ে নিতে নিজেকে জেনেছি। আ হা! এ যেন এক অদৃশ্য রহস্য।
-এখনও বেঁচে আছি এর থেকে বড় সফলতা আর হয় কি?