নিজেকে সঠিক ভাবে উপস্থাপন করতে পারলে অনেক সুযোগ তৈরি হয়?
আমরা যে সকল প্রফেশনালদের ক্যারিয়ার বিষয়ক সমস্যার সমাধান করে সহায়তা করি।
– যদি বারবার আবেদন করেও একটি ইন্টারভিউ কল না পান, তবে বুঝবেন আপনার কোথাও সমস্যা হচ্ছে। সেটা উপস্থাপনা বা ক্যারিয়ারের সমস্যা হতে পারে।
– যদি বারবার ইন্টারভিউ দিয়ে একটি চাকরিতে জয়েন করতে না পারেন, তবে আমি আপনাকে সহায়তা করি।
– আপনার অনেক ব্যস্ততার কারণে আপনার CV, Cover Letter, LinkedIn, Bdjobs Profile গোছানোর সময় পাচ্ছেন না, আমি তেমন প্রফেশনালদের সহায়তা করি।
– আপনার অভিজ্ঞতা ৪ বছরের বেশি এখন সিভি ৩ পেজ এর বেশি করেছেন। সেটা ২ থেকে ৩ পেজে আনতে চাইলে আমি আপনাকে সহায়তা করি।
– সিভি করা আছে কিন্তু সেখানে কোন অ্যাচিভমেন্ট, রেস্পন্সিবিলিটি, স্কিল লেখা নাই, একটি ক্যারিয়ার সামারি লেখা নাই, তাহলে আমি আপনাকে সহায়তা করি।
– আপনার একটি বিডিজবসের সিভি করা আছে, সেটা দিয়েই চালিয়ে নিচ্ছেন।তাহলে, আমি আপনাকে সহায়তা করি।
– খুব কষ্ট করে একটি ইনফোগ্রাফিক সিভি করেছেন কালার টালার দিয়ে, তাহলে মাইক্রোসফট ওয়ার্ড থেকে একটি সিভি করতে আমি আপনাকে সহায়তা করি।
– এক পেজের একটি সিভি করেছেন, অথচ আপনার অভিজ্ঞতা ১০ বছরের উপরে, তাহলে আমি আপনাকে সহায়তা করি।
– আপনি কি চাকরি পরিবর্তন করার কথা চিন্তা করছেন। কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন, তাহলে আমি আপনাকে সহায়তা করি।
– চাকরি করেছেন কিন্তু প্রতিটি কোম্পানিতে ১ বছর বা একটু বেশি সময় ধরে কাজ করে কোম্পানি পরিবর্তন করেছেন এবং এটা তিন থেকে বেশি বার। এটা একটা সমস্যা, সমাধান পেতে আমাদের সহায়তা নিতে পারেন।
– আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তা হচ্ছে বুঝতেই পারছেন না কিভাবে সেক্টর পরিবর্তন করবেন, তাহলে আমাদের সহায়তা নিতে পারেন।
– চাকরি করেছেন অনেক বছর কিন্তু ক্যারিয়ার গ্রোথ নাই, তাহলে আমার সহায়তা নিতে পারেন।
– অনেক সময় দেখা যায় কাজ করেছেন কিন্তু তার স্কিল, অ্যাচিভমেন্ট, গ্রোথ সম্পর্কে জানা নেই, তবে আমার সহায়তা নিতে পারেন।
– আপনার সিভিতে কি প্রথম পেজে শিক্ষাগত যোগ্যতা রেখেছেন? প্রথমত আপনার অভিজ্ঞতা, দক্ষতা তার পর শিক্ষাগত যোগ্যতা, তারই আলোকে নিয়োগকর্তা আপনকে মূল্যায়ন করেন।
– আপনি যদি একজন অবসরপ্রাপ্ত প্রফেশনাল হয়ে থাকেন তাহলে আপনার CV, Linkedin প্রোফাইল, bdjobs আপডেট করার জন্য এবং ক্যারিয়ার গাইডলাইন এর জন্য আমার সহায়তা নিতে পারেন।
আমার সাথে সরাসরি কথা বলতে কল করুন এবং ক্যারিয়ার বিষয়ক সকল সমস্যা সম্পর্কে আলোচনা করতে আমাকে WhatsApp করুন