CV Review In Bangladesh For Every Professional

CV Review In Bangladesh একটি ফ্রি সেবামূলক কাজ ।

আপনার চাকরির অভিজ্ঞতা নিশ্চয়ই ৪ থেকে ২৪ বছরের মধ্যে। এখন আপনি চাকরি পরিবর্তন করবেন বা করতে চাইছেন, কিন্তু হচ্ছে না। আবেদন করছেন বা যাকে আপনার সিভি পাঠাচ্ছেন তিনি হয়তো বুঝতে পারছেন না আপনি কোন ফিল্ডে কাজ করছেন। আপনার কি কি স্কিল আছে, কত বছর কাজ করেছেন, সেখানে কি কি এচিভমেন্ট করেছেন এই বিষয়গুলো সিভিতে লিখে রাখেন নি। তাই একটি ইন্টারভিউ কল পাচ্ছেন না।

যদি আপনার সিভি টি ৪ থেকে ১৪ পেজ বা তার বেশি হয় তাহলে, ৪-১৪ পেজের কোথায় আপনি কত বছর কাজ করেছেন, কোথায় দক্ষতা লিখেছেন আর কোথায় অর্জন লিখেছেন তা খতিয়ে দেখার সময় নাই একজন HR কর্মকর্তার।
এমন নানান উদাহরন দেওয়া যায়, আপনি যে পেশায় আছেন সেখানেও কি কি এচিভমেন্ট করেছেন তা দেখা হয়। আপনিও হয়তো আপনার স্কিল, অভিজ্ঞতা কত বছর, কি কি অর্জন করেছেন তা লিখে রাখেন নি আপনার সিভিতে। তাহলে একটি ইন্টারভিউ কল কেমন করে আসবে?

সময়টা তখন 2018 সাল। CV Review In Bangladesh

যারা সিভি রিভিউ এর জন্য নিবন্ধন করেছিলেন তারা বেশিরভাগ ক্ষেত্রে সিভি তে পেজ সেটাপ, মার্জিন, পেজ সাইজ, পেজ নাম্বার, প্রফেশনাল ইমেইল এবং ফাইল নাম এমন খুটিনাটি বিষয় খেয়াল করেন নি। সিভি গুলো চেক করার সময় আরও খেয়াল করলাম সেখানে কিছু টপ পজিশনের ব্যক্তিদের সিভি দেখে মনে হচ্ছে তারা এখনও নবীন তেমনটি ধারনা পাওয়া যায় তাদের সিভিদেখে।

লেখাটা যখন শুরু করেছি তখন ১৪২ টা মত সিভি দেখলাম । এতে আমি ধারনা পেলাম তাদের সবারই প্রায় একই সমস্যা। প্রথমে মনে করেছিলাম সবারই খুটিনাটি কিছু কিছু সমস্যা হয়তো থাকবে। কিন্তু ১৪২ টা সিভি দেখার পর আমার ধারনা পালটে গেল। তবে কয়েকটা সিভি দেখলাম বেশ ভালো গোছানো তার পরেও কিছু ভুল থেকেই যায়। তাই আমি ঠিক করেছি ৭০ জন করে ১৭ মিনিট কথা বলব তাদের সিভি সমস্যা সমাধান করার জন্য এবং খুব কমন কিছু বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ তা আলোচনা করব।

লিংকড-ইন নিয়ে কিছু বলার নাই কয়েকটা দেখেই রাগ হচ্ছিল। অভিজ্ঞতা নাই তার মানে এই নয় যে এই সেকশনে যা না তাই লিখতে হবে। আর এক শ্রেনির মানুষ যার ১৫ বছর অভিজ্ঞতা তিনি ও ঠিক করে লেখেন নি লিংকড-ইন প্রোফাইল টি।

কাভার লেটার ? এটা কি যে কোন কিছু লেখা? যা ইচ্ছা তাই লিখলে সেটা কোন কিছু কাভার করে না। ধৈর্য ধরুন আপনার সমস্যা সমাধান হয়ে যাবে তার জন্য আমাকে একটু সময় দিন।

সবাই ব্যাস্ত এই প্রফেশনাল যগতে। তাই আপনার এই ১৭ মিনিট খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনি যদি ফ্রি সিভি রিভিউ করিয়ে নিজের সিভি নিজে লিখতে চান, তবে আমার 01943757165 হোয়াটঅ্যাপে আপনার সিভি টি পাঠিয়ে দিন। আমি আপনাকে রিভিউ করারা সময় বলে দিব।

নবীনরা এখানে সিভি পাঠাবেন না, কারন আপনাদের সিভিতে লেখার তেমন কিছু নাই। একটা পেজে আপনার সম্পর্কে লিখে রাখলে হবে সাথে একটা কাভার লেটার আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ক্যারিয়ার ম্যাপিং করা।