কেনো ক্যারিয়ার কাউন্সেলিং নেওয়া উচিত?
Career Counseling in Bangladesh: অনেক সময় আমরা ভূল করে একটি ক্যারিয়ার পাথ পছন্দ করে ফেলি। মনকে কখনও প্রশ্ন করি না কিসে আমাদের ভালো লাগা? সারাদিন কি করতে ইচ্ছা করে? এই সব দেখার সময় থাকে না একটা সময় পর।
বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার হতে না হতেই চলে আসে আমাদের ক্যারিয়ার নির্বাচন করার সময়। তাড়াহুড়ো করে বসে পড়ি একটি পেশায়। সেই থেকে চলতে থাকা। কিছু বছর কাজ করার পর মনে হয়, না মার্কেটিং এ ক্যারিয়ার গড়াটা আমার জন্য ভালো ছিল। সকাল পেরোতেই মনে হয় ইঞ্জিনিয়ারিং কেন পড়লাম? আমার তো লেখালেখি, ট্রেনিং, মানুষের সাথে কথা বলতে ভালো লাগে। বাড়িতে এসে বাবা বলেন সেই আমলে বলেছিলাম একটা সরকারি চাকরির জন্য আবেদন করতে। এমনই চলতে থাকে ১০-১৫ বছর। ইচ্ছা না থাকার সত্ত্বেও সেই যান্ত্রিক শহরে ছুটে চলা কিছু জীবিকা নির্বাহ করার তাগিদে। আস্তে আস্তে মনের উপর বোঝা চাপিয়ে কাজ করতে হয় সারাটি জীবন।
অনেক সময় প্যাশনকে আমল দেই না আমরা। ধরুন একজন খেলোয়ার হতে চায়। তাকে যদি বলা হয় তুমি সরকারি চাকরি করবা। তাহলে তার ভেতরের মানুষটাকে বাদ্ধ করা হলো সরকারি চাকরি করতে। খেলাধুলা তার ভালো লাগা, তার প্যাশন, তার বিশ্বাস সে একদিন অনেক বড়ো খেলোয়ার হবে। কিন্তু তার পরিবার, সমাজ তাকে যুক্তি দিয়ে বুঝায়। কিছুই করার নাই, পরিবারের কথা শুনতে হয় গুরুজনের আদেশ মানতে হয়। তাই তার মাথায় এখন আর বল ঘোরে না, রাত জেগে কবি হবার স্বপ্নের জাল বোনে না।
আপনারা হয়তো ভাববেন এটি সামান্য লেখা, কিন্তু এই সামান্য লেখা লিখতেও অমৃত এর চোখের কোনায় আজও এক বিন্দু জলের কনা গড়িয়ে পড়েছে। কারন শুধু একজন নয় এটার শিকার অনেকেই। লাখ লাখ মানুষের এমন আর্তনাধ আমি শুনতে পাই। হয়তো আপনারও এমন কিছু করার ইচ্ছা ছিলো মনে, কিন্তু মন হারিয়ে গিয়েছে পরিবার, সমাজ, আত্মীয় স্বজনের কষাঘাতে। কিন্তু আপনি এখন বাবা, আপনার সন্তান যাই হতে চান না কেন সাহস দিয়ে এগিয়ে দিন।
Career Counseling In Bangladesh
ক্যারিয়ার কাউন্সিলিং কাদের জন্য?
- আপনি একজন নবীন, এখন চাকরি খুঁজছেন যারা।
- নতুন চাকরিতে ঢুকেছেন যারা।
- ইউনিভার্সিটি ১ম থেকে ৪র্থ বর্ষের ছাত্র-ছাত্রী যারা।
ক্যারিয়ার কাউন্সিলিং কোন সমস্যাগুলোর সমাধান করবে?
- নতুন একটা চাকরি পাইতে করতে সহায়তা করবে।
- নিজেকে অন্যান্য দশ জনের থেকে আলাদা করে ফুটিয়ে তোলা।
- কর্পোরেট ল্যাডারে দ্রুত উপরের দিকে উঠে যেতে সহায়তা করবে।
- বিভিন্ন স্কিলের প্রয়োজনীয়তা বুঝে সেলফ ডেভলপমেন্টে দক্ষ হয়ে উঠতে পারবে।
- আপনার সমস্যা চিহ্নিতের প্রথম ধাপ হচ্ছে আমাদের ক্যারিয়ার কাউন্সিলিং
- চাকরি পরিবর্তন করতে চাইলেই হয় না অনেক সময়, তাই আমারা কিছু স্টাটাজি বানিয়েছি যেন আপনি একটি চাকরি পরিবর্তন করতে পারেন।
- ক্যারিয়ারে নানান ধরনের সমস্যা আসে, সেগুলো আলোচনা করা হয় এই কাউন্সিলিং এ।
- নতুন প্রফেশন পছন্দ করতে, তাতে উপযুক্ত সময়ে সুফল আসে।
- নিজেকে নির্ভরযোগ্য হিসাবে গড়ে তোলার জন্য সেলফ ডেভলপমেন্টের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানা।
- একটানা কত বছর চাকরি করলে পরবর্তী চাকরি পরিবর্তন করতে সহজ হয় তা জানা।
- ক্যারিয়ারে কোন কোন বিষয়ে পারদর্শী হলে স্মুথ ক্যারিয়ার হয় তা জানা।
- সিভি নিয়ে কিছু সমস্যা আছে আমাদের দেশে, সেটা সম্পর্কে জানা।
- শুধু কি দক্ষ হব? নাকি দক্ষতার উপরে ম্যাস্টারি করব তা জানা।
Career Counseling In Bangladesh
যেভাবে কাউন্সিলিং এ অংশ নিবেন:
আমাদের ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রামে যোগ দিন এখানে আপনার তথ্য দিন । আমার সাথে সরাসরি কথা বলতে কল করুন 01943757165 (WhatsApp)
ক্যারিয়ার কাউন্সিলিং এর সময়: 6 ঘণ্টা
যে সকল প্রশ্নের উত্তর পাবেন আমাদের ক্যারিয়ার কাউন্সিলিং থেকে। Career Counseling in Bangladesh
১। কিভাবে আপনার পেশন খুজে পাবেন?
২। কিভাবে আপনার চাকরির সেক্টর খুজবেন?
৩। আপনার সপ্নের চাকরি কিভাবে খুজবেন?
৪। সিভি কেমন হবে? কিভাবে লিখলে ইন্টারভিউ কল আসবে ? কাভার লেটার কি?
৫। লিংকড-ইন আইডি কেমন হবে, সেখানে কি কি থাকাটা খুবই গুরুত্বপূর্ণ? সেখানে কিভাবে আবেদন করতে হয়? সিভি কিভাবে অপলোড করতে হয়?
কাদেরকে লিংকডিনে কানেক্ট করব?
লিংকড-ইনে কি শুধু কানেক্ট করব, নাকি আরও কিছু বলব?
৬। বিডিজবসের গোপন রহস্য কি?
৭। চাকরি কোথায় পাব, চাকরী কোথায় খুঁজব, কারকাছে খুঁজব?
৮। ইমেইল টা কেমন হবে, ইমেইল কিভাবে পাঠাব?
৯। শুধু কি সিভি পাঠাব না আরও কিছু পাঠাব, কিভাবে পাঠাব?
১০। কি কি ট্রেনিং করবো এবং কখন করব?
১১। চাকরিতে পেশা কিভাবে পরিবর্তন করা যায় বা পেশা কিভাবে পছন্দ করতে হয়?
১২। একটি নতুন চাকরীতে প্রবেশের সময় করনীয় কি কি?
১৩। কিভাবে নিজের শক্তি, দূর্বলতা, সুযোগ খুজে পাবেন?
১৪। কিভাবে লক্ষ নির্ধারন করতে হয়?
১৫। নবীনরা কি কি করবেন চাকরী পাবার জন্য?
১৬। পেতে পারেন কিছু ইন্টারভিউ কৌশল
১৭। কিভাবে একটি বিষয়ে পারদর্শী হবেন?
১৮। কিভাবে কিছু নরম দক্ষতা অর্জন করবেন?
১৯। সামাজিক যোগাযোগের মাধ্যম কেমন ব্যবহার করব?
২০। ক্যারিয়ারে নানান ধরনের সমস্যা থাকে, সেটা আলোচনা করুন আমার সাথে তাতে সমাধান পাবেন।
আমার লিঙ্কডইন প্রোফাইলটা দেখে আসতে পারেন এবং ফলো করে রাখতে পারেন।