Automatic Interview Call By Optimizing Bdjobs

Bd Jobs Account এ কল পওয়া যায় না তার কিছু কারন তুলে ধরছি আশাকরি সবাই উপকৃত হবেন। অনেকেই মনে করেন আমার প্রোফাইলটা তো সম্পূর্ণ করা আছে কিন্তু আবেদন করলে কোন ভিউ হয় না কেন?

আপনি কি Bd Jobs Account থেকে আবেদন করে বা না করেও অটোমেটিক ইন্টার্ভিউ কল পান? যদি না হয় তবে বিস্তারিত পড়ুন।

দেখুন আপনি বিডিজবস ঠিক করে আপডেট করতে পারেন নি। হয়তবা বিডিজবস আপডেট করতে গিয়ে youtube এ সার্চ দিয়েছিলেন তাই সেখান থেকে একটি ভিডিও পেয়েছিলেন। কিন্তু তিনি একচুয়াল বিষয় গুলো বাদ দিয়ে বলে গিয়েছেন। সেখানে তিনি বলেছেন এটা দরকার নাই, ওটা দরকার নাই তাহলে সেটাই আগে লিখতে হবে।
The pull-ups, one of the most complete exercises in fitness and crossfit difference between triathlon and ironman t-shirt jersey sports t-shirt gym crossfit exercise | ocean fitness
কিছু কাজ করেতে পারলে আপনিও ইন্টার্ভিউ কল পাবেন বিডিজবস থেকে। বিডিজবস এর সব জায়গায় দেওয়া থাকে কি কি করতে হবে কিন্তু সঠিক ইনফরমেশন দিতে পারে কয়জনে?

সব চেয়ে দুঃখজনক ব্যাপার হলো এগুলো নিয়ে গুগল বা ইউটিউব করলে কিছু ভুল ইনফরমেশন ছাড়া কিছুই পাওয়া যায় না। নাম, ঠিকানা যা যা দিতে বলছে সব দিতে পারবেন আশাকরি। সেখানে যে কয়েকটি সেকশন খুবই গুরুত্বপূর্ণ তা নিয়ে আজকের এই লেখা।

Bd Jobs Account: Personal Career and Application Information

Objective:

এই সেকশনে সবারই কিছুটা ঘাটতি আছে একটু করে। কেউ কেউ বলেন অভিজ্ঞদের career objective দরকার নাই। তাহলে আমি বলব তাদের কি কোন উদ্দেশ্য নাই ক্যারিয়ারে? এটা লিখুন, তবে পরিষ্কার করে লিখুন। যেন নিয়োগকর্তা সহজে বুঝে যায় যে সে আমাদের মত একটি কোম্পানিতে আসতে চাইছেন।

Present Salary & Expected Salary:

এই সেকশনে অনেকেই বেতন লেখেন না। এটা একটা মুল বিষয়বস্তু যার উপর নির্ধারণ হয় আপনাকে সিলেক্ট করা যায় কিনা। যদি আপনার দুই লাখ টাকা বেতন হয় তবে পরবর্তী চাকরির জন্য এর সাথে ৩০% এড করে Expected Salary লিখুন।

looking for (Job level):

এখানে তিনটা লেভেল দেওয়া আছে, আপনারটা সিলেক্ট করুন।

  • Entry level (0 to 3)
  • Mid level (4 to 15) if someone CXO level then he or she mentioned Top level.
  • Top level (16 to 35)

Bd Jobs Account: Preferred Areas

Preferred Job Category:

ধরুন আমি যার বিডিজবস অপটিমাইজেশন করছি সে Head of Sales হিসাবে কাজ করছেন। তাহলে Marketing/Sales আপনার Functional Category এবং এটা তিনটা দিতে পারবেন। তবে স্পিসিফিক একটা হলেও ক্ষতি নেই।

Preferred Job Location:

যদি একটি নিদিষ্ট লোকেশনে কাজ করতে চান, তবে সেটা নির্ধারণ করলে সেই লোকেশন ছাড়া কোথাও থেকে আপনার ইন্টারভিউ কল আসবে না। তবে Anywhere in Bangladesh দিলে সব লোকেশন কাভার করবে।

Outside Bangladesh:

যদি আপনি বাইরের দেশে কাজ করতে চান তবে এখানে সেই দেশগুলো রাখতে পারেন।

Add your preferred organization type (Max 12):

এইখানে যদি আপনি কিছু কোম্পানিকে সিলেক্ট করেন তবে শুধু সেই ধরনের কোম্পানি ব্যাতিত আর কোন কোম্পানি থেকে কল পাবেন না।

Bd Jobs Account: Others Relevant Information

এই সেকশনে এই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ।

Summary: এখানে আপনি কি কি করেন, কত বছর ধরে করেন তার মুল বিষয়বস্তু বুলেট পয়েন্ট করে লিখুন।

Special Qualification: চিন্তা করে দেখুন তো কি আপনার Special Qualification? আপনার Education, Ability কিসে কিসে Specialist আপনি তা এখানে বুলেট পয়েন্ট করে লিখুন।

keywords: অনেকেই চিন্তা করেন এটার কোন দরকার নাই। আমি বলি keywords লিখুন অবশ্যই। কি কি লিখবেন? Education, University, total years of experience, 2 next designation and present designation, special keywords: sales, marketing, distribution, tread sales, corporate sales এমন কিছু হয় একজন সেলস প্রফেশনালদের জন্য। এই তিনটা বিষয় কিভাবে লিখতে হবে নমুনা দেওয়া আছে বিডিজবস এ।

Disability information

আপনি যদি অক্ষম ব্যক্তি হন তবে এখানে আপনার তথ্য দিন, তাহলে আপনার চাকরি পাইতে সহায়তা করবে।

Education/Training

এই সেকশনে বলার কিছুই নাই। আপনার Education দিলে হবে তবে অবশ্যই Show this degree in summary view at employeers end এটা টিক দিয়ে রাখুন। এই কারণে যদি আপনি এখানে টিক দিয়ে রাখেন তবে বিডিজবসের সামারি তে আপনার শিক্ষাগত যোগ্যতা চলে আসবে যখন একজন এমপ্লয়ার ভিউ করবেন।

Training summary

এখানে আপনার সকল ধরনের ট্রেনিং লিখুন, যদি থাকে। ট্রেনিং না থাকলে কিছু ট্রেনিং করে নিন।

Professional Certification summary

আমি অনেক Bdjobs আপডেট করতে গিয়ে দেখেছি এখানে ট্রেনিং দিয়ে রাখেন সবাই। এখানে আপনার যদি PGDHRM, PGSCM, CSCM, PGD merchandising এমন কিছু করা থাকে তবে এখানে তার তথ্য রাখুন। এমন কিছু ট্রেনিং আছে যেমন PMP, Six Sigma, ISO এমন কিছু থাকলে অবশ্যই এখানে রাখুন।

Employment

Experience Section ঘরগুলোতে যা যা চাওয়া হয় তা পুরন করুন।

Job Responsibilities:

দায়িত্ব সিভি থেকে কপি করতে হয় তবে খেয়াল করবেন যেন বুলেট পয়েন্ট থাকে। এটা যদি কখনও এডিট করতে যান দেখবেন লেখা ঠিক আছে কিনা।

Area of Expertise

এই সেকশনে তিনটা সস্কিলস লেখার অপশন থাকে। সেখানে আপনার টপ তিনটা স্কিলস লিখে দিন। যেমন: একজন Head Of Sales & Marketing তার টপ স্কিল’স হল:

  • Sales & Marketing
  • Leadership
  • Team Building

Company Business:

আপনার প্রতিটি কোম্পানির Company Business কি তা এখানে ম্যানশন করুন।

Employment History (For Retired army person)

আপনি যদি আর্মি পারসন হয়ে থাকেন তবে আপনার সকল ইনফরমেশন এখানে দিন। তাহলে আপনি একটু ডিফারেন্ট ফোকাস পাবেন।

Others Information

Specialization

এখানে আপনার ১০ টি টপ স্কিল লিখুন। আপনার নিয়ম মত নাও হতে পারে। একটু জেনে নিন আপনার স্কিলগুলো।

Skills and Skills Description:

উপরে যে স্কিলগুলো লিখেছেন তা কিভাবে প্রয়োগ করেন তার বিবরণ দিন এবং যে স্কিলগুলো এই ১০ টার বাইরে তা এখানে লিখে প্রকাশ করুন।

Extracurricular Activities

নবীনদের জন্য একটি ঘর ফাঁকা আছে যেটাকে Extracurricular Activities বলেছেন বিডিজবস। আপনি যদি নবীন হয়ে থাকেন তবে এই অপশনটি আপনার জন্য। আপনার সকল ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিতিজ, ভলেন্টিয়ার এক্টিভিটিস, কো কারিকুলার অ্যাক্টিভিটির, মেম্বারশিপ সব এখানে রাখুন। এটাই নবীনদের জন্য অভিজ্ঞতার সেকশন।

Bdjobs: Language Proficiency

আপনার যত ধরনের ভাষা দক্ষতা আছে তা এখানে রাখুন।

References

অনেকেই দেখেছি রেফারেন্স লিখতে গিয়ে একটা ভুল করেই ফেলেন Relation এর জায়গাতে relative দিয়ে দেন। রেফারেন্স হতে হয় পরিচিত প্রফেশনালদের।

Bd Jobs Account:বোনাস পয়েন্ট

আপনার Bd Jobs Account এ প্রবেশের পর দেখবেন Manage resume নামে একটা সেকশন পাবেন সেখান থেকে personalized resume নামে একটা সেকশন আছে সেখানে আপনার আপডেটেড সিভিটির PDF করে আপলোড করে রাখবেন। আরেকটা টেকনিক বলে দেই Personalization থেকে sms job alert এ গিয়ে আপনার SMS এলাট করে রাখতে পারেন। এছাড়াও কিছু ইন্ডাস্ট্রিকে ফলো করে রাখতে পারেন, তাহলে তাদের জব নিউজ চলে আসবে আপনার প্রোফাইলে।

তাহলে এখন কথা হলো বিডিজবস থেকে কিভাবে অটোমেটিক ইন্টারভিউ কল আসবে?

ধরুন, একটা কোম্পানিতে একজন Head Of Sales দরকার। তখন সেই কোম্পানি বিডিজবসের কাছে গিয়ে বলে যে আমাদের রেজিস্ট্রেশন করার দরকার। রেজিস্ট্রেশন শেষ করার পরে দুইটা অপশন থাকে একটা ক্যান্ডিডেটদের এপ্লিকেশন করার মাধ্যমে সিভি সংগ্রহ করা। আরেকটি টোটাল বিডিজবসে টোটাল সিভি থেকে তাদের পছন্দমতো ক্যান্ডিডেটের সিডি সংগ্রহ করে নেয়। তারা কিছু কিওয়ার্ড এর মাধ্যমে বিডিজবসের সেই পছন্দের সিভি গুলোর মধ্যে ৫০ টা সিভি সংগ্রহ করে নেয়। এখন কথা হল কেনো এই ৫০ টা সিভি আসলো? সেখানে তো আরও অনেক সিভি ছিল। কেনো তাদের সিভি এই প্রকৃয়ার মাধ্যমে আসল না? কারন তাদের বিডিজবস টি সঠিকভাবে আপডেট করেন নি তাই আপনি অটোমেটিক ইন্টারভিউ কল পাননি বিডিজবস থেকে। আমার লিঙ্কডইন প্রোফাইলটা দেখে আসতে পারেন এবং ফলো করে রাখতে পারেন।

এতকিছু যদি আপনার করা সম্ভব না হয় বা সময় না থাকে তবে আমি একটা প্যাকেজে এই সমস্যা গুলো সমাধান করছি। Package (CV, Cover Letter, Bdjobs and LinkedIn Optimization with job search strategy) । বিস্তারিত জানুন কল করে 019437571465 (WhatsApp) ।

Make Your Professional CV. Also, Optimize Your Linkedin Profile

1 thought on “Automatic Interview Call By Optimizing Bdjobs”

Comments are closed.