If you want a fresh graduate job, you can gain experience quickly.
প্রিয় নবীন,
আপনাদের জন্য আমার একটা খোলা চিঠি। আপনাদের সিভি সানদার হতে হবে, তাইলে চাকরি পাবেন তেমন নয়। তার কারন, আপনার তেমন কিছু নাই যে সেটা ভালোভাবে উপস্থাপন করতে হবে।
এর থেকে:
১। তিন মাস সকাল ৯ টা থেকে বিকাল ৬টা পর্যন্ত চাকরি খুঁজে চলুন বিভিন্ন মাধ্যমে। তাহলে একটা নয় পর পর ১০ টি জবের অফার চলে আসবে। না হলে নিজেই একটি কাজের সমাধান করে দিতে পারবেন। যেখানে যত বেশি সমস্যা সেখানে তেমনি কাজের সুযোগ তৈরি হয়।
২। নিজের কথা বলার জড়োতা কাটিয়ে ফেলুন। ভিডিও দেখে নিজে নিজে অভ্যাস করুন। ২০০৪ সালে আমিও কিন্তু হাবাগোবা ছিলাম। আমাকে দিয়ে হবে না। এটা কি সম্ভব! না না তুমি পারবে না। কেমন করে বুঝলেন আপনাকে দিয়ে হবে না? করে দেখেছেন কখনো? ৭০,০০০ বার করে যদি দেখেন কিছুই হলো না, তাকে আপনি অসফল মনে করলেও এটাই তার অভিজ্ঞতা। তারই আলোকে কিছু করলে আপনিই পারবেন এক বিষাদ সাধনাকে বাস্তবে রুপ দিতে।
৩। নেটওয়ার্কিং: ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের সাথে পরিচিত হোন। কোন কিছুর আশা করে নয়, বারং সময়ের অপেক্ষা করুন।
৪। নিজের কি কি কমতি তা খুঁজে বের করুন এবং তার জন্য কাজ করুন কিভাবে ইমপ্রুভ করা যায় তা ঠিক করুন। লাইফে কয়েকজন মেন্টর নির্বাচন করুন এবং তাদেরকে শুনুন।
৫। মস্তিষ্ক কিছুটা ফাকা রাখুন যেন কিছু ইনফরমেশন নিতে পারে। নেগেটিভ মানসিকতা পরিহার করুন।
৬। ওপেন টু লার্নিং:কেউ একজন একা একা কিছু একটা বলছেন সেটা কিনা ক্যারিয়ার, নিজের ডেভেলপমেন্ট বা লাইফ স্কিল সম্পর্কে, তা মন দিয়ে শুনুন এবং সেটি ব্যবহার করুন।
৭। সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক হোন। এটি আপনি ব্যবহার করুন, আপনাকে যেন ব্যবহার না করে।
৮। আচ্ছা, আপনি কেন চাকরির পেছনে দৌড়ে চলেন? চাকরি কেন আপনার পেছনে দৌড়ে আসে না? তার কারন আপনি অলস, কিছুই করেন নি এই শিক্ষা জীবনে।
৯। এখনি যদি ইয়ো ব্রো, ইয়া করে বেড়ান তবে ভবিষ্যত পরিবর্তন করতে সময় লাগবে তাই এগুলো পরিহার করুন।
১০। আমি মনে করি আমি সারাজীবন নবীন থাকতে চাই কারন সেখানে অনেক সুযোগ আছে, আছে অনেক কিছু সেখার সুযোগ।
Amrito Mondol