Job Application

Job Application Strategies In Bangladesh

Job In Bangladesh: যদি 5 থেকে 7 টি জবে আবেদন করে একটিও ইন্টারভিউ কল না আসে, তবে বুঝবেন আপনার আবেদন, রেজুমি, কভার লেটারে সমস্যা আছে। তা ছাড়া তো কিছু হতে পারে না 5 টি কোম্পানিতে হয়তোবা মামা খালুর দরকার হয় না। আপনার ১০ বছর বা তার বেশি অভিজ্ঞতা ও দক্ষতা আছে কিন্তু হয়তো সেখানে পৌছাতে পারছেন না যেখানে আপনার যাওয়ার কথা ছিল। টপ লেভেলে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে জব রিক্রমেন্ট দিনে জয়েন করান হয় না। জেনে নিন সেই সকল Hiring পদ্ধতি।

একটু সময় নিন, একটি একটি করে ঠিক করুন। যদি আপনার ক্যারিয়ারে কোন সমস্যা থাকে, তবে আমার সাথে কথা বলুন ও আচ্ছা এটা সমস্যা সেটা বুঝতেই বা পারবেন কেমন করে! শরীর খারাপের ছিমড্রম দেখলে আমরা ডাক্তারের পরামর্শ নেই, আর যেটা রুজি রুটি সেটা নিয়ে মোটেও মাথা ঘামাই না কেন?

How To Search Job/Job In Bangladesh

নবীন অবস্থায় যদি বলেন অভিজ্ঞতা কোথায় পাব তাদের জন্য আমার এ সামান্য লেখা।

পড়াশোনা করার পর চাকরি মার্কেটে আসলে আপনাকে এমন কথা শুনতে হবে। কেননা, যে সকল কোম্পানি আপনাকে হায়ার করবে তারা একটা সমস্যা সমাধান করাতে চায় আপনাকে দিয়ে। আপনি কি সেই সমস্যার কথা জানেন? সমাধান অনেক পরের বিষয়, আগে কি কি সমস্যার জন্য আপনি তাদের জন্য কাজ করবেন সেটা ঠিক করতে পেরেছেন? বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের সমস্যা থাকে এবং সেটা তারা সমাধান করতে অপরের সহায়তা নিয়ে থাকেন।

ধরুন, তাদের একজন ডিজাইনার দরকার। আপনি সেটা পছন্দ করছেন?
যদি হ্যাঁ হয় তবে, বিভিন্ন কোম্পানি কি কি ডিজাইন করে সেটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। জেনে নিলেন কি কি ডিজাইন করে এরপর, কোন কোন সফটওয়্যার ব্যবহার করে সেগুলো করতে, সেটা জেনে নিলেন। এখন, চাকরি না খুঁজে এই সফটওয়্যার গুলো মেনেজ করতে তেমন কোন সমস্যা হবার কথা নয়। এরপর, ৭২০ ঘন্টা এটার উপর মাস্টারি চলবে। ৭২০ ঘন্টা? ৮*৩০*৩=৭২০ ঘন্টা (৩ মাস প্রতিদিন ৮ ঘন্টা) এখন দেখবেন ১০ টির বেশি প্রজেক্ট তৈরি হয়ে যাওয়ার কথা আপনার। নবীনরা শুধু সিভি পলিশ না করে ১০ প্রজেক্ট লিংক সিভিতে দিয়ে দিয়েন।

Job In Bangladesh:

এর পর কোথায় দিব সিভি? কার কাছে দিব। ১০০ টা কোম্পানিকে আপনি খুঁজতে পারবেন না এমনটি নয়। তাদের ইমেল আইডি কালেক্ট করা খুব বেশি কঠিন কিছু নয়। প্রতিদিন ১০ টা ইমেইল করাই যায়। সাথে সাথে এই ১০ টা কোম্পানি থেকে লিংকড-ইনের সবাইকে কানেকশন করে ফেলা যায়। এই ভাবে আরও ৮*৩০*৩=৭২০ ঘন্টা পার করা যায় সাথে আরও ৫ টি প্রজেক্ট রেডি হবে না এমনটি নয়।

কাজটি যদি করতে পারেন ৬ মাসে একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি। এটা শুধু ডিজাইন প্রফেশন হবে তেমন নয়, যেকোন বিষয় হতে পারে।

ছয়মাস পরেও যদি চাকরি না হয় তবে প্লান বি:

সেই ৩*৩০*৮=৭২০ ঘন্টা ধরে আবার কাজ শুরু। ১৫ টি প্রজেক্ট তখন দেখবেন আপনার কাছে ১০০০ টি কোম্পানির ডাটাবেইজ। এখন আপনি প্রতিদিন ১০ টি করে ইমেল করে ফেলুন, এবার চাকরির জন্য নয়। তাদেরকে ব্যাবসার কথা বলা যায়, আমি এটাতে অভিজ্ঞ। আমি আপনাদের এই কাজটা করে দিতে পারব। এখানে এসেও অনেক মানুষ হাল ছেড়ে দেয়। দেখুন, একটি গাছ কিন্তু একদিনে ফল দেয় না। নিজে একটা গাছ লাগিয়ে দেখবেন শুরু থেকে তার উপর দিয়ে কি না বয়ে যায়। তার পর একসময় ফল দেয়। কখনো হাল ছাড়বেন না।

এর পরের ৬ মাসে দেখবেন লাখ টাকার উপরে কাজ করে ফেলেছেন। এমন কিছু কাজ আছে যেখানে অভিজ্ঞতা নেয়া সম্ভব নয়, সেখানে ফ্রি কাজ করা যেতে পারে। এর পর যা যা করেছেন তা সিভিতে লিখে ফেলুন। আবার আবেদন করুন দেখবেন চাকরি অফার চলে আসবে অনেক গুলো। যদি আপনি সাধনা করেন এই সময়টা আপনার, তখন কাজের কোয়ালিটি ও পারফরম্যান্স দেখে আরও ১০ টি কোম্পানি আপনাকে অফার করবে। আর যদি এভাবেই চলতে থাকেন তবে দেখবেন একদিন আপনি জায়ান্টে পরিনত হয়ে গিয়েছেন।

No Excuse

How To Follow Up Job Application Email:

Job In Bangladesh

 

অনেক সময় এমন শোনা যায় যে ইমেইল করলে Job Application সেটি পেয়েছে কিনা তা জানতে ফোন করে শোনা লাগে। এটা কেন করতে হবে? আবার সেটা নিয়ে মানুষ সমালোচনা ও করেন।

সমাধান দিন, সহায়তা করুন। সমালোচনা করে Job Application কোন সমাধান হয় কি?

 

ইমেইলে Job Application করার পর আপনার মেইল ওপেন করেছে কিনা তা কি আপনি বুঝতে পারেন? না পারলে mailtrack ব্যবহার করুন। ইউটিউবে পেয়ে যাবেন কিভাবে মেইলট্রাক করতে হয়। সেটাকে ব্যবহার করুন এবং আপনার আবেদন বা যেকোন মেইল দেখেছে কিনা সেই ব্যপারে নিচ্ছিত হোন। মেইল ওপেন করলে যদি ইন্টারভিউ কল না দেয় তবে আপনার ডকুমেন্ট ঠিক করুন। নিজে বুঝতে না পারলে অন্যের সহায়তা গ্রহন করতে পারেন। জব পোর্টালে আবেদন করলে সেখান থেকে রেসপন্স না আসলে বা ক্যারিয়ারে কোন সমস্যা থাকলে প্রফেশনালদের পরামর্শ নিন।

ধরুন আপনি ৭ টি কোম্পানিতে একই পদে আবেদন করেছেন সেখানে দক্ষ জনবল দরকার তাই তারা নিয়োগ দিয়েছেন। আচ্ছা, যেখানে আবেদন করেছেন বুঝে, সকল নিয়ম মেনে আবেদন করেছেন তো? আবেদন করার পর ব্যাকেন্ডে কিছু কাজ থাকে সেগুলো করেছেন তো?

একটু ভেবে দেখুন তো তাদের কেমন ব্যক্তি পছন্দ? আপনার বুঝতে পারার কথা, আপনার কিছু কমতি আছে। আপনার ১০ বছর বা তার বেশি কাজের অভিজ্ঞতা আছে। তাহলে আপনাকে কেন ইন্টারভিউ কল দিলেন না ? হয়তো তারা আপনার সিভিটি দেখেন নি কারন সেটি ৪ পেজ বা তার বেশি।

তাড়া হুড়ো না করে একটু সময় নিন। একটি একটি করে ঠিক করুন আপনার রিজুমি, কভার লেটার, লিংকড-ইন, বিডিজব’স প্রোফাইল।

সমস্যা সমাধান

এই পৃথিবিতে অনেক সমস্যার মধ্যে আপনি যেটা সমাধান করতে পারেন সেটাই আপনার কাজ। যেমন ধরুন আমি লিখতে ভালোবাসি। সেটাই আমার ভালো লাগা। এখনকার যুগে কি করব কি করব করতে করতে আমাদের যুবোক সমাজ অনেক সময় পার করে ফেলেন তার পরও হতাশা কাটিয়ে একটি কাজ করতে সক্ষম হন না। সাথে আরও কিছু বিষয় আছে সেগুলোতেও তারা সময় কাটান অনেক। সেগুলোকে আমি খারাপ বলছি না তবে একটু বাড়া-বাড়ি হয়ে যাচ্ছে।
যাই হোক, সমস্যা সেটা লেখা হতে পারে, ডিজাইন হতে পারে, হতে পারে অনেক মানুষকে কোন বিষয় জানানো। নানান সমস্যা আমাদের চারপাশে। শুধু সময় বুঝে কাজে লেগে পড়তে হবে। এটাও একটা সমস্যা শুরু না করা। আমাদের চারপাশে এমন অনেক মানুষ দেখবেন তারা কখনও কোন কিছু শুরু করতে ভয় পায়, কারন?
যদি না হয়!
যদি ফেল করি!
এটা করলে মানুষ কি ভাববে!
অমুক তো বিসি এস ক্যাডার আর আপনি কি ছেতা লেখেন!
অনেকে এমন পচা কথা শুনতেও নারাজ।
সত্যি কথা বলতে আমিও কয়েকটি বিষয়ে কাচা ছিলাম। সেগুলো আমার দারুন ভালো লাগা এবং আগ্রহও ছিল। তাই দেরি করিনি। শুরু করেছিলাম বলে আজ সেটাতে একটু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি।
তাই শুরু করুন, হাল না ছেড়ে চেষ্টা করুন সফলতা আসবেই।

সমস্যা একদিনে তৈরি হয় না, দিনে দিনে সেটা বুঝতেই পারবেন না এটা একটি সমস্যা। শরীর খারাপের ছিমড্রম দেখলে আমরা ডাক্তারের পরামর্শ নেই, আর যেটা রুজি রুটি সেটা নিয়ে মোটেও মাথা ঘামাই না, তারও কিছু কারন আছে। চলছে তো, পাইতেছি তো, এমনেই এমনে হবে। না ভাই হবে না, কোন কিছু এমনি এমনি হয় না। এমনি এমনি যেটা হয় সেটা সমস্যা। আমার লিঙ্কডইন প্রোফাইলে যান এবং Follow করুন

ক্যারিয়ারে সমস্যা থাকলে আমাদের সাথে কথা বলতে পারেন 👉+8801943757165

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *