Success Story

Success Story OF CV Writing

Success Story OF CV Writing নতুন বছরের শুরুটা দারুণ ছিল।

২৬ জন এন্ট্রি লেভেল, ৩২ জন মিড লেভেল এবং ১১ জন টপ লেভেল প্রফেশনালদের ডকুমেন্ট ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। শুধুমাত্র সিভি চকচকে করলে লাভ হয় সীমিত, বাকিটা পরিপূর্ণতা পায় হ্যান্ড হোল্ডিং সাপোর্ট এবং আপনার কাজের উপর। সেই সকল Success story প্রফেশনালদের বিষয়ে বিস্তারিত লিখছি।

১১ জন টপ লেভেল থেকে ০৬ জন জেনারেল ম্যানেজার ছিলেন। ০২ জন Sales & Marketing, ০২ জন HR, একজন SCM বাকি একজন Finance & Admin প্রফেশনাল থেকে। এছাড়াও ছিলেন একজন CBO, একজন CFO, একজন Executive Director, একজন Head Of IT, বাকি একজন Associate Professor (Medical)। উনাদের নাই এমন কিছু হয়তবা নাই, তবে উনাদের ডকুমেন্টস গুলো আপডেট করার সময় হয়ে ওঠে না অনেক সময়। তাই উনারা আমার সহায়তা নিয়েছিলেন।

বাকি ৩২ জন মিড লেভেল থেকে।

 

সেই সকল প্রফেশনালদের মধ্যে ০৯ জন Engineering ব্যাকগ্রাউন্ড থেকে, ০২ জন Supply Chain, ০৫ জন NGO, ০৭ জন Sales & Marketing, ০৪ জন Bank, বাকি ০৫ জন HR প্রফেশনাল ছিলেন। আমি ওনাদের সমস্ত ক্যারিয়ার জুড়ে এসিস্টেন্ট হিসাবে কাজ করব। ওনাদের কাজগুলো শেষ করার পর ওনাদের কয়েকজনের এমন একটি কমেন্ট এসেছিল যে, দাদা আপনার সম্পর্কে আরও জনার আগ্রহ বেড়ে গেল। ওনাদের এই কথার পরিপ্রেক্ষিতে আমি একটি কথাই বলেছিলাম। আমি সামান্য একজন লেখক এবং ক্যারিয়ার পরামর্শক। আমি চাই সকল প্রফেশনালদের ডকুমেন্টস গুলো যত্নসহকারে আপডেট করে দিতে। যাতে করে তাদের সকল ইনফরমেশন গুলো গোছানো থাকে। আর ক্যারিয়ারে কিছু ভুল ভ্রান্তি জানিয়ে দেওয়াই আমার কাজ। তাদের ক্যারিয়ার যেন একটু স্মুথ হয় সেই প্রচেষ্টায় কাজ করা।

Success Story: অনেকে ডকুমেন্টস করিয়ে নেওয়ার পর বলেন ইন্টার্ভিউ কল পাচ্ছি না। তাহলে আপনি আমার থেকে ক্যারিয়ার সাপোর্ট নেন নি। মনে করুন আপনার একটি মেশিন আছে, কিন্তু ফুয়েল নাই তাইলে মেশিন কি চলবে?

একে অপরকে সহায়তা করে সামনের দিকে অগ্রসর হওয়াই আমাদের মূল উদ্দেশ্য। আপনাদের দোয়া আমাকে অনেক দুরে নিয়ে এসেছে। কি পেলাম সেটা বড় কথা নয় আমি কতটুকু দিতে পারলাম সেটাই আমার কাছে অনেক। কাজটা একটু অন্য রকম তাই একটু দরদ দিয়ে করতে হয়।

Success Story OF CV Writing

ক্যারিয়ারে সকল ধরনের সেবা পেতে সরাসরি কথা বলুন আমার সাথে 01943-757 165 (WhatsApp)