Job Search Guidelines

Job Search Guidelines in Bangladesh

বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমাকে message করে বলেন আমি BBA, MBA করেছি, 10 বছর অভিজ্ঞতাও আছে। এখন কিছু কিছু চাকরিতে আবেদন করছি কিন্তু কোথাও কিছু হচ্ছে না। এখন আমি কি করতে পারি? আমাকে একটু সহায়তা করবেন কিভাবে আমার চাকরি পরিবর্তন করতে পারি? Registration for Job Change Program

আমি অনেকদিন ধরে চেষ্টা করছি চাকরি পরিবর্তন করার কিন্তু কোনোভাবেই বুঝে উঠতে পারতেছি না মার্কেটে আমার ডিমান্ড নাই, না কি মার্কেটে জব নাই। অনেক আবেদন করছি কোনো ফল হয়নি।

যদি 3 থেকে 7 টি জবে আবেদন করে একটিও ইন্টারভিউ কল না আসে, তবে বুঝবেন আপনার আবেদন, রেজুমি, কভার লেটারে সমস্যা আছে। তা ছাড়া তো কিছু হতে পারে না 7 টি কোম্পানিতে হয়তোবা মামা খালুর দরকার হয় না। আপনার ১০ বছর বা তার বেশি অভিজ্ঞতা ও দক্ষতা আছে কিন্তু হয়তো সেখানে পৌছাতে পারছেন না যেখানে আপনার যাওয়ার কথা ছিল। টপ লেভেলে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে জব রিক্রমেন্ট দিনে জয়েন করান হয় না। জেনে নিন সেই সকল Hiring পদ্ধতি। Regeistation for Job Change program

একটু সময় নিন, একটি একটি করে ঠিক করুন। যদি আপনার ক্যারিয়ারে কোন সমস্যা থাকে, তবে আমার সাথে কথা বলুন ও আচ্ছা এটা সমস্যা সেটা বুঝতেই বা পারবেন কেমন করে! শরীর খারাপের ছিমড্রম দেখলে আমরা ডাক্তারের পরামর্শ নেই, আর যেটা রুজি রুটি সেটা নিয়ে মোটেও মাথা ঘামাই না কেন?

#amrito #careercounseling #personaldevelopment #cvwriting #linkedin #coverletter #jobsearch #careergrowth #careerplanning

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *