অনেকেই মনে করেন পড়ালেখা করা উদ্দেশ্য একটাই চাকরি করা

অনেকেই মনে করেন পড়ালেখা করা মানেই উদ্দেশ্য একটাই চাকরি করতে হবে। পড়ালেখা হলো নিজেকে বিকাশ করার মাধ্যম। চারিত্রিক গঠন, সামাজিক, মানুষিক, মোনোজতান্তিক, বিবেকবোধ, মূল্যবোধ,বিশ্লেষণাত্মক ক্ষমতা এই সকল বিষয়ে নিজেকে যাগ্রত করতে আমরা সাধারণ শিক্ষা গ্রহন করি। কিন্তু অনেকেরই ধারনা পড়ালেখা করা মানেই চাকরি করা।

আমরা খুব ছোট্ট বেলাতেই ঠিক করে ফেলি পড়াশোনা শেষ করেই আমরা ডাক্তার বা ইন্জিনিয়ার হবে। খুব কম মানুষ ই তাদের লক্ষ স্থির করেন এই সময়ে। শ্রদ্দেহ আনিসুল স্যার একটি কথা বলেন স্বপ্ন দেখো ইচ্ছেমতো, তাতে কোনো ক্ষতি নেই। স্বপ্ন দেখো, কিন্তু লক্ষ্য স্থির কোরো না তোমরা যারা শিশু, কিশোর, তরুণ, তাদের জন্য আমার পরামর্শ হলো, বড় স্বপ্ন দেখবে। কিন্তু জীবনের লক্ষ্য ছোটবেলাতেই স্থির করে ফেলো না।

এখনও শুনতে পাওয়া যায় আমাদের শিক্ষা নিতি ঠিক নাই এটা পরিবর্তন করা দরকার। আমিও বলেছি কয়েকবার কিন্তু এই শিক্ষা নিতি পরিবর্তন হবে না। আমরা মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করলে আমরা একটু এগিয়ে থাকব। কিন্তু না, সেটা হবে না। আমি বিষয় টি তিন মাস ধরে গবেষণা করে পেলাম, যদি আমাদের এই শিক্ষা ব্যবস্তার পরিবর্তন ঘটে তবে আমাদের চারিত্রিক গঠন, সামাজিক, মানুষিক, মোনোজতান্তিক, বিবেকবোধ, মূল্যবোধ নষ্ট হয়ে যাবে। তার থেকে বরং মেনে নেই যে পাটচ্ত্ত শিক্ষা আমাদের চারিত্রিক গঠন, সামাজিক, মানুষিক ও মূল্যবোধ সৃষ্টি করে যা কর্মক্ষেত্র নিজেকে বিকাশ করতে সহায়ক হয়।

#amrito #education