Professional CV Writing Service Feedback
এক সপ্তাহ আগের কথা, সকালে রিতিমত কাজ শুরু করছিলাম। সকাল ১১ টার দিকে একটা কল আসল। কল করেই আদাব স্যার, কথা শুনে মনে হলো একটু ভারি বয়সের হবেন উনি। কথা শুরু হলো তিনি বললেন আমি আরিফ(ছদ্মনাম), একটু কথা বলা যায় স্যার? হ্যাঁ, বলুন কি বলতে চান আপনি। আমি একটা কোম্পানিতে চাকরি করতাম ২০ বছর ধরে সিনিয়র মেনেজার পজিশনে এখন আমার একটা জব খুব দরকার। আমি একটু চুপ করে শুনছিলাম আর ভাবছিলাম কি জবাব দিব।
তারপর আমি জানতে চাইলাম কতগুলো আবেদন করেছেন এই পর্যন্ত? উনি বললেন ১৬৮ টার মতো। একটা ইন্টারভিউ কল পান নি? হ্যাঁ, পেয়েছি কিছু তবে। আমি একটু মজা করে বললাম ১৬৯ নাম্বার টা আমার জন্য কিন্তু। উনি ঠিক বুঝে উঠতে পারেন নি আমি কি বলেছি।
আপনার স্কিল কি কি, আপনি কোন বিষয়ে পারদর্শী? আমি বিক্রি পেশায় ২০ বছর কাজ করেছি। এখন বলুন ২০ বছরে আপনি এমন কি দিয়ে এসেছেন, যার জন্য আরেকটা কোম্পানি আপনাকে খুঁজবে কাজ দেওয়ার জন্য? আমার চিন্তা এই সব ভাঁওতাবাজি করে টাকা নিয়ে সিভিটা লিখে দিব তার পর শেষ। তার পর আরও অনেক কিছু জানতে চাইলাম কোন এপয়েন্টমেন্ট ছাড়াই ৫৬ মিনিট ধরে। যে কথা সেই কাজ সিভি, কভার লেটার, লিংকডিন, বিডিজবস আপডেট করিয়ে নিবেন তিনি সাথে ৪ ঘন্টা পেচালও থাকবে। আমি সিভি লেখক তাই বাট*র (কিছু মনুষ বলেন) হলেও মন ভালো আমার তাই খুব দ্রুত ওনার কাজটি করে দিয়েছিলাম কারন আমি হয়তো **** টাকা নিয়ে মুরগি, খাসির মাংশ খাব আর উনি, উনার পরিবার হয়তো একবেলা না খেয়ে থাকবেন।
সব শেষ করে উনাকে পাঠিয়ে দিলাম আর বললাম আপনার এখনকার চাকরি একটা চাকরি খুঁজে পাওয়া আরও নানান পেচাল যা কজে লাগে না।
After One Week:
এক সপ্তাহ যেতে না যেতেই আজ খুব সকালে আমি তখনও ঘুমাচ্ছিলাম হটাৎ ফোনে লাইট জলছে আমার আবার একটা অভ্যাস আছে ঘুমথেকে উঠেই ফোন হাতে নেই না। তার পরও দেখলাম আরিফ ভাই ক্লাইন্ট লেখা নামটা, দেরি না করে ফোনটা ধরলাম। ওই পাশ থেকে বললেন আদাব স্যার, আপনাকে একদিন আমার বাড়িতে আসতে হবে গ্রামের বাড়ির কথা বলছেন উনি কারন উনার বাবা-মা আমাকে দেখাতে চাইছেন। কারন উনি আজ জয়েন করতে যাচ্ছেন একটি কোম্পানিতে সিনিয়র মেনেজার পজিশনে নয়, জেনারেল মেনেজার পজিশনে।
আমি উনার কাছে জানতে চাইলাম কেমন লাগছে আপনার। সম্ভবত উনি কেঁদে ফেলছিলেন সাথে আমিও, লেখাটা লিখতে গিয়েও কয়েকবার। ধন্যবাদ আরিফ ভাই, দেখা হবে।