লিস্ট করুন আপনার কাজের এবং সময় বাঁচান।
অনেকসময় কাউকে প্রতিশ্রতি দেওয়া থাকে কল বা মেইল করার জন্য কিন্তু আমরা ভুলে যাই। শুধু তাই নয় এমন নানান ধরনেন কাজ পড়ে থাকে দিনের পর দিন মাসের পর মাস। আমরা ফোন ব্যবহার করে কাজের শতভাগ খুবই কার্যকরি করতে পারি। এটাকে টু-ডু লিস্ট ও বলা যেতে পারে ।
যে উপকার হয়;
ধরুন সকালে অফিসে যাওয়ার আগে কিছু ব্যাক্তিগত কাজ থাকে। যদি লিস্ট করে ফেলেন কি কি করতে হবে, কত সময় ধরে তাহলে দিনের পর দিন এই কাজটা পেন্ডিং থকবে না। হয়তো ব্যাস্ততার কারনে ভুলেও যেতে পারেন কারন অফিসে কাজের ব্যস্ততা নিজেকে ভুলিয়ে দেয়।
এর পর অফিসে প্রবেশের পর সেখানেও একটি লিস্ট করে ফেলুন কাকে কল করতে হবে, কাকে ইমেইল করতে হবে, কাকে কি দিতে হবে, কোন ভিজিট আছে কিনা, কেথাও মিটিং আছে কিনা। সঠিক সময়ে কাজ করতে পারলে পারফরম্যান্স যেমন বাড়ে তেমনি কাজের প্রতি ইচ্ছা ও দৃঢ় হয়। এই সকল কর্মকান্ড Tasks এবং Nation অ্যাপসের সাহায্যে করে নিতে পারেন। বলে দেওয়ার পরেও দেখবেন অনেকে ইনস্টল করে রেখে দিবেন, আমিও প্রথমে এমন করেছিলাম কিন্তু পরে আমাকে এদের দারস্থ হতে হলো ভাল পারফর্ম করার জন্য।
আমার লেখায় উৎসাহ প্রদান করবেন, না হলে কিন্তু আর লিখব না।😃
#workefficiency #tasks #effectivecommunication #performance
Google Review
ExcellentBased on 57 reviewsTrustindex verifies that the original source of the review is Google.Timothi Roy2022-11-30He reviewed my resume and passed me some good suggestions as I needed in the friendly and supportive way. Wishing best of his luck.Trustindex verifies that the original source of the review is Google.Md. Abul Bashar Siddique Shaykot2022-11-30Really thanks to Amrito Mondol to give me 30 min session about CV. Its really help me to make a perfect CV to build my career.Trustindex verifies that the original source of the review is Google.Surid Dutta2022-11-27Thank you Mr. Amrito Mondol for your valuable advice to make my CV more effective.I wish your advice will help me to make a effective cv through which I can progress in my career path.Trustindex verifies that the original source of the review is Google.Muhammad Fahim2022-11-26He is a genuienly kind and decent man.Trustindex verifies that the original source of the review is Google.Younus 31732022-11-26Thanks sir for girt me good information.....