অনেক বছর আগের কথা ঢাকাতে একটি সেমিনার হয়েছিল। সেখানে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের নামকরা বিজনেসম্যান, টেইনার আরও প্রমুখ। সেখানে টিকিট পাওয়া ও ঢোকার পারমিশন নেওয়া খুবই কঠিন কিন্তু তাকে তো যেতেই হবে। খুঁজতে খুঁজতে একটা উপায় মিললো তার। সেখানে কিছু ভলেন্টিয়ার নিয়োগের কথা জানতে পারে ছেলেটা। এর পর অনেক কষ্টে একটি ভলেন্টিয়ারিং সুযোগ হয়ে গেলো ছেলেটির।
ছেলেটির উদ্দেশ্য ভলেন্টিয়ারিং নয়, সে এই সেমিনারে অংশগ্রহণ করা। যথা তারিখে সেমিনার শুরু হলো। ছেলেটা একটা মেবাইলে অডিও রেকড করতে শুরু করল কারন এই সময়ে তার কাজ করতে হবে।
সেমিনার চলছে এমন সময় একজন ভদ্রলোক ছেলেটিকে ডাকলেন এবং বললেন তুমি এখানে কি করছ? ছেলেটি অবাক হয়ে বললেন স্যার আমি এখানকার ময়লা সাফ করছি। তিনি ছেলেটাকে ডাকলেন এবং তাকে বললেন তোমাকে তো এই ইউনিভার্সিটিতে দেখেছি তুমি কি সেখানে পড়? জি স্যার। তোমার একাডেমিক কোয়ালিফিকেশন কি? এম বি এ ইন হিউম্যান রিসোর্স। পরে ছেলেটার একটা চাকরি দেন সেই ব্যক্তি। এটা কে কি আপনি মামা খালু বলবেন?